মোবাইল দিয়ে বানিয়ে ফেলুন প্রফেশনাল ইউটিউব ইন্ট্রো ভিডিও

প্রফেশনাল ইউটিউব ইন্ট্রো ভিডিও

ক্রমেই পপুলার হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট। বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এই পথে সফল। তাই তরুণদের অনেকেই এই পথকে গ্রহন করছেন সাদরে। অনেকেই শখের বসে আবার অনেকেই প্যাশন নিয়ে। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তারা বেশ ভাল করেই যানেন একটা ইউটিউব ভিডিওর মান অনেকটাই নির্ভর করে তার ভিডিও ইন্ট্রোর উপরে। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে,"উঠন্ত মূলো গোরা পত্তনেই চেনা যায়।" অর্থাৎ আপনার ভিডিও কন্টেন্ট কতটা সুন্দর হবে সেটা পুরটা না দেখে আপনার চানেলের ভিডিও ইন্ট্রো কেমন এটা দেখলেই আপনার পুরো কন্টেন্ট কেমন তা বুঝা যায়। কারন আপনার চানেলের প্রমশন করে আপনার ইন্ট্রো ভিডিও। কথায় বলে, "আগে দর্শন ধারি পরে গুন বিচারী"।
তাই আজ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নিয়ে এসেছি সুসংবাদ। আপনার হাতে থাকা এনড্রোয়েড ফোনের মাধ্যমে বানিয়ে নিন আপনার ইউটিউব  চানেলের ইন্ট্রো ভিডিও।
এর জন্য যা যা লাগবেঃ-
১. Kinemaster Pro video editor Android App.
আর বিস্তারিত প্রসেস সম্পর্কে যান্তে পারবেন আমার এই ভিডিও লিংকে।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.